An open API service indexing awesome lists of open source software.

https://github.com/tusharhow/dev-dictionary

ডেভেলপারদের জন্য মাতৃভাষা বাংলায় সবচেয়ে বড় তথ্য ভান্ডার
https://github.com/tusharhow/dev-dictionary

coding developer developer-tools dictionary programming

Last synced: 10 months ago
JSON representation

ডেভেলপারদের জন্য মাতৃভাষা বাংলায় সবচেয়ে বড় তথ্য ভান্ডার

Awesome Lists containing this project

README

          

# Dev Dictionary

![Dev Dictionary](art/header.jpeg)

![Dev Dictionary](https://img.shields.io/badge/Dev%20Dictionary-ডেভ%20ডিকশনারি-blue)

## উদ্দেশ্য (motive)

আমরা প্রায় সময় ডেভেলপমেন্টের বিভিন্ন শব্দ নিয়ে ঝামেলায় পড়ি। অনেক শব্দ বুঝতে পারি না। বুঝতে পারলেও এর বিস্তারিত জ্ঞান থাকে না। যা অনেকসময় ইন্টারভিউতে জিজ্ঞেস করে। তাই এইসব সমস্যার কথা বিবেচনা করে ডেভ ডিকশনারি বানানো হয়েছে। এখানে শুধুমাথ ডেভেলপমেন্ট/প্রোগ্রামিং রিলেটেড সকল শব্দের অর্থ বিস্তারিতভাবে দেওয়া আছে।

## কিভাবে কাজ করে (How do it Works?)

এই প্রজেক্টটি পুরোপুরি গিটহাব ভিত্তিক। এখানেই [**data**](https://github.com/tusharhow/dev-dictionary/blob/main/lib/src/data/dev_dictionary_data.json) নামক ডিরেক্টরির ভিতরে আমাদের সব ডেটা **json** ফাইল আকারে সাজানো আছে। আমাদের মেইন অ্যাপ্লিকেশন এখান থেকেই ডাটাগুলো নিয়ে প্রদর্শন করাবে।

## কিভাবে কনট্রিবিউট করবেন **(How to Contribute)**

এখানে যেহেতু আমরা **json** ফাইল নিয়ে কাজ করছি তাই অনেকেই হয়তো **json** এর সাথে পরিচিত নাও থাকতে পারেন। সে উদ্দেশ্যে আমরা একটা [**demo**](https://raw.githubusercontent.com/tusharhow/dev-dictionary-data/main/dev_dictionary_data.json) ডেমো ফরম্যাট রেখেছি **data** ডিরেক্টরির ভিতরে। ডেমো ফরম্যাট দেখে মেইন ডেটা ফোল্ডারে ডেটা পুশ করতে পারেন।

## কেন কনট্রিবিউট করবেন?(Why you should contribute?)

আমাদের এখানে লক্ষ্যই হচ্ছে বাংলাতে একটা বড় শব্দ ভান্ডার গড়ে তোলা। [এটা](https://github.com/tusharhow/dev-dictionary) সম্পূর্ণ স্বাধীন এবং ওপেন সোর্স গিটহাব প্রোজেক্ট। এটি কারো ব্যক্তিমালিকানাধীন নয়। আমি আপনি সবাই মিলেই আমাদের লক্ষ্যে পৌছাবো।

#### Special Thanks to
[Devsonket](https://devsonket.com)